প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

সিলেট টেস্টে বৃষ্টির হানা, শুরু হয়নি দ্বিতীয় সেশন

article-img

বৃষ্টির পূর্বাভাস থাকলেও সিলেটের সকালটা ছিল রৌদ্রোজ্জ্বল। তবে প্রথম সেশনের শেষ দিকে আকাশে জমে ওঠে মেঘ, যার কারণে ঘণ্টাখানেক আলো কমে যায়। তখন মাঠে চালু করা হয় ফ্লাডলাইট। কৃত্রিম আলোয় খেলা চলতে থাকে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত।

 

প্রথম সেশন শেষ হওয়ার পরই নামে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যদিও বৃষ্টির তীব্রতা বেশি নয়, তবু এখনো পিচ ঢাকা রয়েছে।

মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টা ৪০ মিনিটে। কিন্তু বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি দ্বিতীয় সেশনের খেলা।

 

প্রথম সেশনে খেলা হয়েছে ২৪ ওভার। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তুলেছে ২ উইকেটে ৮৪ রান। ৪৩ বলে পাঁচ চারে ৩০ রানে খেলছেন শান্ত। ৪৬ বলে দুই চারে মমিনুলের রান ২১।

 

বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। দুই ওপেনার অনেকটা নির্বিঘ্নেই ইনিংসের প্রথম ৮ ওভার পার করেন।  ইনিংসের নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে সাদমানকে ফেরান নিয়াউচি। নিজের পরের ওভারে নিলেন মাহমুদুল হাসান জয়ের উইকেটও।